Salary Statement from Budget Execution Ibas++ । আইবাস++ হতে যেভাবে কর্মচারীর বেতন বিবরণী বের করবেন

Table of Contents সরকারি নির্দেশনা অনুসারে গভ: স্টাফদেরও রিটার্ন দাখিল করতে হবে-
  1. রিটার্ন দাখিল করতে অবশ্যই আপনাকে বেতন বিবরণী সংগ্রহ করতে হবে – Salary Statement from Budget Execution Ibas++ 
  2. বাজেট এক্সিকিউশন মডিউল হতেই আপনার অফিস বা আপনি বেতন বিবরণী সংগ্রহ করতে পারেন -
  3. অনলাইনে কর্মচারী নিজে বেতন বিবরণী বের করতে পারবে না Yearly Salary Statement ।
 বেতন বিবরণী যেভাবে আইবাস++ হতে পেতে পারেন 
ডিডিও’র স্বাক্ষর ছাড়া কি ব্যবহার করা যাবে?
সরকারি নির্দেশনা অনুসারে গভ: স্টাফদেরও রিটার্ন দাখিল করতে হবে- রিটার্ন দাখিল করতে অবশ্যই আপনাকে বেতন বিবরণী সংগ্রহ করতে হবে – Salary Statement from Budget Execution Ibas++ বেতন বিবরণী কি?– স্যালারি স্টেটমেন্ট বা বেতন বিবরণী হচ্ছে ইমপ্লয়ি এর বেতনের বিবরণ সম্বলিত একটি স্ট্রাকচার। সেখানে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার ১২ মাসের বিবরণ থাকে। 

যারা রিটার্ন দাখিল করবে তাদের অবশ্যই গত অর্থ বছরের বিবরণী সংগ্রহ করতে হবে যেখানে গত বছরের জুলাই মাস হতে চলতি বছরের জুন মাস পর্যন্ত ১২ মাসের তথ্য দেয়া থাকে। একাউন্টিং মেন্যু হতে বেতন বিবরণী পাওয়া যায় কি? হ্যাঁ। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিবরণী বের করার জন্য দুটি পদ্ধতি রয়েছে।
 যদিও ডিডিও আইডি হতে কর্মচারী বা কর্মকর্তার বেতন বিবরণী বা স্যালারী স্টেটমেন্ট বের করা যায়। কর্মকর্তার ক্ষেত্রে তার আইডির
budget execution> report >pay bill reports > my salary statement >fiscal year>Run Report । 

কর্মচারীর ক্ষেত্রে তার ডিডিও আইডির accounting> report search by nid> employee salary statement> fiscal year> Run Report 

 আইবাস++ রিপোর্ট মেন্যু হতে আপনি খুব সহজেই বেতন বিবরণী বের করতে পারবেন। কর্মকর্তাগণ বা এসডিও গণ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন হতেই বার্ষিক বেতন বিল বিবরণী বা স্যালারি স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন। প্রতিমাসে কত করে সারা বছর বা চলতি অর্থ বছর বা বিগত অর্থ বছরে গ্রহণ করেছেন তার সঠিক হিসাব ম্যানুয়ালি করতে হবে না। 

আইবাস++ ই হিসাব রাখবে সরকারি আপনাকে কত টাকা পে করেছে। Salary Statement from ibas++ । এক ক্লিকেই বেতন বিবরণী ডাউনলোড করুন বাজেট এক্সিকিউশন মডিউল হতেই আপনার অফিস বা আপনি বেতন বিবরণী সংগ্রহ করতে পারেন -অনলাইনে কর্মচারী নিজে বেতন বিবরণী বের করতে পারবে না বেতন বিবরণী কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নয়। বেতন বিবরণী নিজ অফিস হতেই সংগ্রহ করতে হবে।

 Salary Statement from Budget Execution Ibas++ । আইবাস++ হতে যেভাবে কর্মচারীর বেতন বিবরণী বের করবেন Caption: 
Salary Statement from ibas++> Budget Execution Module >Yearly Salary Statement>. 

বেতন বিবরণী যেভাবে আইবাস++ হতে পেতে পারেন 
Login to ibas++ >DDO Module Click >Budget Execution Click> Reports Click> DDO Monitoring Report>Select Employee Salary Statement (DDO) >Select Fiscal Year >Input NID (Staff) >Click Run Reports Done.

 ডিডিও’র স্বাক্ষর ছাড়া কি ব্যবহার করা যাবে?
 হ্যাঁ যাবে – জেনারেট করার সময় Date and time select করে দিন। স্টেটমেন্টে আপনি টোকেট নম্বর, ইএফটি নম্বর ও তারিখ, বেতনের পরিমাণ ইত্যাদি পেয়ে যাবেন। আপনি চাইলে এই মেন্যু হতে বিভিন্ন ধরনের রিপোর্ট বের করতে পারেন। এসব রিপোর্ট যে কোনো কাজে গ্রহণযোগ্য। আইবাস++ জেনারেটে রিপোর্ট আয়কর প্রদানেও ব্যবহার করা যাবে।

Comments