মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.minland.gov.bd), সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউনিয়ন সহকারী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। তবে অনলাইনেও আপনি মিউটেশনের আবেদন করতে পারবেন। Link: mutation.land.gov.bd
মিউটেশনের আবেদনের সাথে যেসব কাগজপত্র দাখিল করতে হবে
- ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের মূল দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি ও প্রয়ােজনীয় বায়া দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি।
- মৃত্যুর ক্ষেত্রে ওয়ারিশান সনদপত্র (অনধিক ৩ মাসের মধ্যে ইস্যুকৃত)
- হেবাদানের ক্ষেত্রে হেবা দলিলের কপি।
- সংশিষ্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ ফটোকপি
- ভূমি উন্নয়নর কর পরিশােধের দাখিলা।
- আবেদনকারীর/প্রতিনিধির ১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি।
জমি মিউটেশন বা নামজারি বা খারিজ ফি কত?
নামজারী ও জমাভাগ এবং নামজারী একত্রীকরণ ফি বাবদ মােট =১১৭০/=(এগার শত সত্তর) টাকা। ব্রেক আপগুলো নিম্নে উল্লেখ করা হলো। ১১৭০ বাবদ বিস্তারিত তথ্য।
- আবেদন বাবদ কোর্ট ফি =২০/= (বিশ) টাকা।
- নােটিশ জমা ফি = ৫০/= (পঞ্চাশ) টাকা।
- রেকর্ড সংশােধন ফি =১০০০/= (এক হাজার) টাকা।
- প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি=১০০/= (একশত) টাকা।
সর্বমােট=১১৭০/= (এগার শত সত্তর) টাকা।
বেশি অর্থ দাবী করলে অভিযোগ কোথায় করবেন?
মিউটেশন কার্যক্রম সমাপ্তের মেয়াদ ও অন্যান্য বিষয়
- মালিকানার বিষয়ে বিতর্ক না থাকলে আবেদনের তারিখ থেকে সর্বোচ্চ ৪৫ (পয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে মিউটেশন কার্যক্রম সমাপ্ত করা হবে।
- আবেদনকারীকে নিদিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়ােজনীয় রেকর্ড দেখাতে হবে এবং নির্ধারিত তারিখে যথা সময়ে শুনানীতে উপস্থিত হতে হবে।
- আবেদনকারীকে স্বয়ং আবেদন করিতে হবে। কোন যৌক্তিক কারণে সমর্থ না হলে ক্ষমতাপত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করতে হব।
- দালাল বা টাউটের মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল করা হবে।
সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অনুচ্ছেদ-২১(২), বাংলাদেশ সংবিধান। সেবা প্রদানের ক্ষেত্রে ধৈর্য, নিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সচেষ্ট।
সূত্র: জমি মিউটেশন সংক্রান্ত
ليست هناك تعليقات: