যাদের জানা নেই শুধু তাদের জন্য
▼
সোমবার, ১৮ জুলাই, ২০২২
দৈনিক ভাতা, ভ্রমন ভাতা এবং বদলিজনিত ভ্রমন ভাতার নতুন হার (১৪/০৭/২০২২)
বেসামরিক প্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা এবং বদলিজনিত ভ্রমন ভাতা (TA DA) ইত্যাদি পরিবর্তন হয়েছে। প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রনালয় থেকে ১৪/০৭/২০২২ তারিখে জারী করা হয়েছে। ০১/১০/২০২২ তারিখ থেকে এটা কার্যকর হবে।
ডাউনলোড করুন নিচের লিংক থেকে:
https://drive.google.com/file/d/13iSfcuzB2hPMMWA4EIXd4A4_59-aNUDp/view?usp=sharing
Tags: TA DA, travel allowance, Day allowance, মালামাল পরিবহন, কর্মকর্তা কর্মচারীর টিএ, ডিএ
at ১১:৫৮ AM
ليست هناك تعليقات: