"ভূমিসেবা ডিজিটাল
বদলে যাচ্ছে দিনকাল"
সাতকানিয়া উপজেলার সম্মানিত ভূমি মালিকগণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং, সভা সমাবেশ এবং বিগত ২৩ মার্চ,২০২১ তারিখের সংযুক্ত ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে সরকারের ভূমি উন্নয়ন কর ডিজিটাইজেশন সম্পর্কে আপনারা অবগত হয়েছেন।
ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমি উন্নয়ন কর তথা খাজনা আদায় ব্যবস্থাপনা সহজ এবং অধিক জনবান্ধব করার লক্ষ্যে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছে। পরবর্তীতে উক্ত এলডি ট্যাক্স সিস্টেম আরো সহজ এবং ইউজার ফ্রেন্ডলি হিসেবে আপগ্রেড করে পরিবর্তিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিবর্তিত নির্দেশনার আলোকে ভূমি মালিকগণকে নিম্নোক্ত যে কোনো মাধ্যমে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার জন্য অনুরোধ করা যাচ্ছে:
১. land.gov.bd অথবা ldtax.gov.bd এই ঠিকানায়, অথবা
২. কল সেন্টার 333 অথবা 16122 নাম্বারে কল করে, অথবা
৩. ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উপস্থিত হয়ে, অথবা
৪. ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে।
উল্লিখিত উপায়ে আপনার এনআইডি, মোবাইল নাম্বার, জন্মতারিখ এবং জমির তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে।
প্রয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সংযুক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জটিলতা এড়াতে দ্রুত নিবন্ধন করুন, ডিজিটাল ভূমিসেবা পেতে এগিয়ে থাকুন।
ধন্যবাদান্তে,
সহকারী কমিশনার (ভূমি)
সাতকানিয়া, চট্টগ্রাম ।
ليست هناك تعليقات: