ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তথ্য সুরক্ষিত রাখতে সাইবার হ্যাকিং প্রিভেন্টিভ বিশেষজ্ঞদের অমূল্য টিপস:
এই সময়ের অন্যতম সাংঘাতিক বিপদ হ্যাকারদের কাছ থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তথ্য সুরক্ষিত রাখতে ডিজিটাল ট্রেন্ডস,গ্যাজেটস নাউ সাইবার হ্যাকিং প্রিভেন্টিভ বিশেষজ্ঞদের অমূল্য টিপস:
১) টিভিতে,কাগজে আর বি আই এর সতর্কীকরণ স্বত্তেও আমরা অনেকেই উদাসীন থাকি তাই আবার মনে করিয়ে দেওয়া কোনও অচেনা কলে আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড,এম পিন,ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন না। আপনার অ্যাকাউন্ট,ফোন,সিম কার্ড বন্ধ হয়ে গেছে,যাবে বলে পাসওয়ার্ড চাইলে ফোন কেটে দিন।
২) সম্প্রতি একটা নতুন জালিয়াতি হচ্ছে।সেখানে কুখ্যাত জামতাড়া গ্যাং প্রচলিত জালিয়াতি পদ্ধতিতে কোনও ডিটেলস চাইছেনা শুধু সিনিয়র সিটিজেনদের এস বি আই থেকে ফোন করে বয়স্কদের জন্য কি কি নতুন ফেসিলিটি আছে জানাচ্ছে।স্বভাবতই এতে কেউই সন্দেহ করছেন না যে এটা একটা মারাত্মক ফাঁদ।আসলে কথাবার্তা চালিয়ে যাওয়ার সময় মোবাইল ফোন স্ক্রিন হ্যাক করে যেহেতু সাধারণত নেট ব্যাংকিং আর নেট অন থাকে পুরো ব্যাঙ্ক ডিটেলস নিয়ে ফিক্সড ডিপোজিট তথ্য হাতিয়ে মুহূর্তের মধ্যে ফিক্সড ডিপোজিট ভেঙে অন্য অনেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিচ্ছে। এই ভয়ঙ্কর জালিয়াতি গত ১৫ দিন শুরু হয়েছে।তাই দরকার না থাকলে ফোনের নেট ব্যাংকিং অন রাখবেন না আর এই ধরণের অবাঞ্চিত কল আসার সময় বা কথা বলার সময় চেক করে নেট অফ করে রাখুন।
৩)পাবলিক প্লেসে ভুলেও ফোন কাছছাড়া করবেন না।
৪)ফোনের পাসওয়ার্ড সহজ রাখবেন না ,অর্থাৎ ১২৩৪।
৫)পিন আর ডেবিট ক্রেডিট কার্ড পাসওয়ার্ড কখনো সেই ফোনে স্টোর করে রাখবেন না।
৬)আনসিকিওর্ড ওয়াই ফাই ব্যবহারে সতর্ক থাকুন।ফ্রি মানেই সর্বদা ব্যবহার করতে হবে এই অভ্যাস পরিত্যাগ করুন।
৭)প্রত্যেক ১৫ দিন অন্তর নিজের ব্যাঙ্ক ট্রান্সাকশন ডিটেলস পরীক্ষা করুন।হ্যাকিং বা জোচ্চুরি সবসময় বেশি অংকের হয় এই ধারণা ভুল।
৮)ব্যাংকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করুন।
৯) অ্যাপ লকিং ফেসিলিটি ব্যবহার করুন।
১০)গুগল প্লের মতো বিস্বস্ত প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন।অজানা কোনও সাইট থেকে নয়।
১১) প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় কমপ্লিট ডাউনলোড ইনফরমেশন পড়ুন আর উদাহরণ স্বরূপ কোনও পেমেন্ট অ্যাপ যদি আপনার ফোন ক্যামেরা অ্যাকসেস পারমিশন চায় তাহলে একদম দেবেন না।
১২) ফোনে অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার অ্যাপ ডাউনলোড করে নিন।আপনার হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করবে।
১৩) সুরক্ষিত থাকতে গুগল অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করুন।এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন আছে যা অফলাইনেও কার্যকর।
১৪) অজানা টেক্সট মেসেজের কোনও লিঙ্কে কখনও ক্লিক করবেন না।প্রচুর মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন।
১৫)ফোনেও অ্যান্টি ভাইরাস প্রটেকশন নিয়ে রাখবেন।নিজস্ব ফোন ম্যানুফ্যাকচারার দেখে সেইমত ব্যবস্থা নিন।
Collected.
ليست هناك تعليقات: