উপর্যূক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ দিন ব্যাপী ICT in Education বিষয়ক প্রশিক্ষণের ১৪ নং ব্যাচ টি বিভিন্ন পিটিআইতে ডিপিএড চুড়ান্ত বিষয়বোর্ড ও মৌখিক পরীক্ষার কারনে প্রশিক্ষক না আসায় স্থগিত করা হয়েছিল।
ICT in Education বিষয়ক প্রশিক্ষণের উক্ত ১৪ নং ব্যাচটি আগামী ১৩/০৭/২০১৯খ্রি. হতে ২২/০৭/২০১৯খ্র্রি. পর্যন্ত (অবশিষ্ট ১০ দিন) প্রশিক্ষণ পরিচালিত হবে। এমতাবস্থায় ১৪ নং ব্যাচ এর শিক্ষকগণকে (তালিকা সংযুক্ত) আগামী ১৩/০৭/২০১৯খ্রি. পিটিআইতে প্রেরণ করে প্রশিক্ষণে অংশগ্রহণ এর ব্যবস্থা গ্রহণার্থে আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
Thanks & regards...
__________________________________
Superintendent
PTI, Patiya, Chittagong.
Phone: 03035-56214